পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গেল তিন মাস ধরে ফ্যাক্টরী বন্ধ এবং কিছু ওষুদের লাইসেন্স বাতিল হওয়া স্বত্বেও এ কোম্পানির শেয়ার নিয়ে বেশ সক্রিয় রয়েছে কারসাজি চক্র। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,, কোম্পানিটির শেয়ার দর ৮.৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে অল্প কয়েক কার্যদিবসের মধ্যেই দ্বিগুণ হয়ে গেছে। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ৭.৪০ শতাংশ বা ১.১০ টাকা বৃদ্ধি পেয়ে ১৬.৬০ টাকায় লেনদেন হচ্ছে। কোম্পানিটিকে শেয়ার দর বৃদ্ধির পেছনে কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কিনা সে বিষয়ে ডিএসই’র পক্ষ থেকে জানতে চাইলে সেন্ট্রাল ফার্মা কর্তৃপক্ষ নিজেই অবাক। সম্প্রতি শেয়ার দর পেছনে কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য না থাকার বিষয়টি জানানোর পাশাপাশি উল্টো কোম্পানির বর্তমান অবস্থা জানিয়ে দিয়েছে সেন্ট্রাল ফার্মা।
কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর থেকে কোম্পানির ফ্যাক্টরী বন্ধ। এছাড়া কোম্পানির কিছু ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তাই কোম্পানির বর্তমান নাজুক পরিস্থিতি থাকার পরে কেন এর শেয়ার দর নিয়ে কারসাজি করা হচ্ছে সে বিষয়ে সেন্ট্রাল ফার্মা কিছুই জানে না।
সানবিডি/এসকেএস