আইপিওতে আসতে চায় স্টার অ্যাডহেসিভস
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৭ ১৮:৩৪:২৭
ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় স্টার অ্যাডহেসিভস লিমিটেড। কোম্পানিটি শেয়ারবাজারে শেয়ার ছেড়ে টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক ও কর্পোরেট অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করার জন্য ই বি এল ইনভেস্টমেন্টস লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) স্টার অ্যাডহেসিভস লিমিটেড এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়েছে ।
অনুষ্ঠানে স্টার অ্যাডহেসিভস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল কায়সার, প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ মাইনুর রহমান ভুঁইয়া এবং ই বি এল ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহিদ আহমদ চৌধুরী, এফ সি সি এ (ইউ কে), প্রধান পরিচালন কর্মকর্তা উত্তম কুমার সাহা, এফ সি এ, সহ দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানীটি এর ব্যবসা সম্প্রসারণ এর কাজে ব্যবহার করার পরিকল্পনা গ্রহন করেছে।