বিএনপির প্রার্থীতালিকা চূড়ান্ত, ইসিতে যাচ্ছে কাল
আপডেট: ২০১৫-১২-০১ ১৭:১৭:৫৩

পৌরসভা নির্বাচনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। চূড়ান্ত প্রার্থীদের তালিকা মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের কাছে হস্তান্তর করা হবে। প্রার্থীরা কাল বুধবার নিজ নিজ জেলার নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেবেন।
বিএনপির সহ প্রচার সম্পাদক ও প্রার্থী বাচাই কমিটির সদস্য এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিন্স বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। তাই আজ (মঙ্গলবার) ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের হাতে আমরা মনোনয়নপত্র তুলে দেব। আর তারা আগামীকাল নিজ নিজ জেলার নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেবেন।’
২০ দলীয় জোটের অন্যান্য দলের এবং বিএনপির কতজন প্রার্থী রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে শরিক দলগুলোকে বেশ কয়েকটি প্রার্থী দেবে।’







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













