দীর্ঘদিন ধরে যুদ্ধ জর্জরিত আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বৃহস্পতিবার তদন্ত আটকে দিতে এক আপিলের বিরুদ্ধে এই রায় দিয়েছেন আদালত।এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ২০০৩ সালের মে মাস থেকে আফগানিস্তানে চলমান যুদ্ধে মার্কিন সেনা, আফগান সরকার ও তালিবানের কার্যক্রম খতিয়ে দেখার অনুমোদন দিয়েছে আইসিসি। এর আগে ২০১৯ সালে বিচার পূর্ববর্তী এক শুনানিতে আইসিসি তদন্তটির বিরুদ্ধে রায় দিয়েছিল। বলেছিল, এই তদন্তে ন্যায়ের স্বার্থ পূরণ হবে না।
আইসিসির প্রসিকিউটর ফাতৌ বেনসুদা ২০১৭ সাল থেকে আফগানিস্তানে তিন পক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধের তদন্ত চালু করার পক্ষে কাজ করে আসছেন। ২০১৬ সালে আইসিসির এক প্রতিবেদনে, আফগানিস্তানে সিআইএ পরিচালিত গোপন বন্দিশিবিরে মার্কিন সামরিক বাহিনী নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করা হয়। আরো বলা হয়, দেশটিতে তালিবান ও আফগান সরকারও যুদ্ধাপরাধ চালিয়েছে।
প্রসঙ্গত, আইসিসির সদস্য না হওয়ায় রায়টি যুক্তরাষ্ট্রের ওপর কার্যকরী নয়। তবে আফগানিস্তান আদালতির সদস্য।।
সানবিডি/এনজে