ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য আগামীকাল শনিবার থেকে নওগাঁয় শুরু হচ্ছে এসএমই পণ্যমেলা। শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশনের আয়োজনে নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসক হারুন-অর-রশীদ তাঁর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, ওয়াশিমুল বারী প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। বর্তমানে দেশে কুটির শিল্পসহ প্রায় ৭৮ লাখ অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় আয়ে এসএমই শিল্প উদ্যোক্তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। এই শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে বিভিন্ন জেলায় এসএমই পণ্যমেলা অনুষ্ঠান করছে এসএমই ফাউন্ডেশন।
নওগাঁর এসএমই পণ্যমেলা সাত দিন ধরে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, শনিবার থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে। মেলায় স্থানীয় ৫০টি কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া মেলায় থাকবে বঙ্গবন্ধু কর্ণার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতি দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করবেন। এছাড়া আলোচনা সভা, রক্ত দান ও রক্তের গ্রুপ শনাক্ত, ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাপ খেলা কর্মসূচী থাকবে।