আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রাঙ্গণে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চারদিনের ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির এএনকে আহমেদ মিলনায়তনে এদিন মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পরে মেলায় অংশ নেয়া লংকাবাংলা ফিন্যান্স স্টল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান লংকাবাংলা ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের এসএমই বিভাগের প্রধান মো. কামরুজ্জামান খান। মেলার তৃতীয় দিন আজ বিআইবিএম অডিটোরিয়ামে ‘বাংলাদেশ সিএসএমই: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। সেমিনারে উপস্থিত থাকবেন এসএমই ফাইন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের অধ্যাপক এমএ বাকি খলিলি, বিল্ডের সিইও ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক লীলা রশিদ প্রমুখ।