রংপুরকে ১১২ রানের টার্গেট চিটাগাংয়ের
আপডেট: ২০১৫-১২-০২ ১০:০৮:৪৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম ম্যাচে রংপুর রাইডার্সকে ১১২ রানের টার্গেট দিয়েছে চিটাগাং ভাইকিংস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১১১ রান করে তামিমের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগাংয়ের অধিনায়ক তামিম ইকবাল। এক ম্যাচ নিষিদ্ধ থাকার পর আজ দলে ফিরেছেন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান।
দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় চিটাগাং। ইনিংসের ৬.৫ ওভারে আরাফাত সানির বলে বাউন্ডারি খেলতে গিয়ে জহুরুল ইসলামের হাতে ধরা পড়েন দিলশান (১৮)। ৮.৫ ওভারে কামরান আকমলকে (১২) বোল্ড করেন আরাফাত সানি। ১২.৩ ওভারে সাকলাইন সজীবের বলে বাউন্ডারির কাছে আনামুল হকের (১৪) ক্যাচটি নেন ড্যারেন সামি।
ইনিংসের ১৩.২ ওভারে মোহাম্মদ নবীর বলে পেরারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল (৩৬)। ১৫তম ওভারে সাকিবের বলে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উমর আকমল (১)। ১৭.২ ওভারে পেরারার বলে জিয়াউর রহমানের (৩) ক্যাচটি নেন জহুরুল ইসলাম।
দলীয় ৯৬ রানে ১৮.১ ওভারে সাকিব আল হাসানের বলে ড্যারেন সামির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ আমির (২)। ইনিংসের শেষ বলে শফিউল ইসলাম (৬) রান আউট হলে ১১১ রানে থামে চিটাগাং ভাইকিংসের ব্যাটিং ইনিংস।
বিপিএলের চলতি আসরে এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৪টিতে পরাজিত এবং একটিতে জয় পেয়েছে চিটাগাং ভাইকিংস। অপরদিকে সমান ম্যাচ খেলে ৩টিতে জয় এবং ২টিতে পরাজয় নিয়ে টেবিল পয়েন্টের তৃতীয় স্থানে আছে রংপুর রাইডার্স।
চিটাগাং ভাইকিংস একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, আনামুল হক, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, এলটন চিগুম্বুরা, কামরান আকমল, শফিউল ইসলাম, আসিফ হাসান, মোহাম্মদ আমির এবং উমর আকমল।
রংপুর রাইডার্স একাদশ:
সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নবী, থিসারা পেরারা, মুক্তার আলী, মিসবাহ-উল হক, জহুরুল ইসলাম, আরাফাত সানি, ড্যারেন সামি, ও সাকলাইন সজিব।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












