জাতীয় পাট দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জোনের তিনজন শীর্ষ কাঁচা পাট রফতানিকারককে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। এছাড়া দুজন সেরা কাঁচা পাট সংগ্রহকারীকেও সম্মাননা প্রদান করা হয়। গতকাল সকালে বাংলাদেশ বিজেএর নারায়ণগঞ্জের কার্যালয়ে সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নারায়ণগঞ্জ জোনের তিনজন শীর্ষ কাঁচা পাট রফতানিকারক হলেন ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের স্বত্বাধিকারী গণেশ চন্দ্র সাহা, এআরএন জুট বেলিংয়ের স্বত্বাধিকারী হাজি লিয়াকত আলী, কুমিল্লা জুট ট্রেডার্সের স্বত্বাধিকারী শহীদুল্লাহ সরকার। দুজন সেরা কাঁচা পাট সংগ্রহকারী হলেন বিজেএর ভাইস চেয়ারম্যান ও তাসমিয়া জুট ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. কুতুবউদ্দিন এবং বিজেএর কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেসার্স খন্দকার আলমগীর কবির ট্রেডার্সের স্বত্বাধিকারী খন্দকার আলমগীর কবির।
বিজেএর সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূইয়ার সভাপতিত্বে ও সচিব আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুল ইসলাম, বিজেএর কার্যনির্বাহী সদস্য মো. নুরুল হোসেন, মো. লিয়াকত আলী, মো. তোফাজ্জল হোসেন, পাট শ্রমিক নেতা আব্দুস সালাম, পপুলার জুট এক্সচেঞ্জ, কুমুদিনীসহ বিভিন্ন কাঁচা পাট রফতানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শ্রমিকরা।