বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন বর্ণালী বুটিকসের সাদেকুন নাহার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১০ ১০:৩০:৪৮


সাদেকুন নাহার। বর্ণালী বুটিকসের স্বত্বাধিকারী। ১৭ বছর আগে তিনি যখন বুটিকসের ব্যবসা শুরু করেছিলেন, তখন তার মূলধন ছিল মাত্র ৪০০ টাকা। তার অধীনে কর্মী ছিলেন মাত্র দু-তিনজন। সময়ের সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রমে ভাগ্য বদলেছে তার। এখন তার অধীনে কাজ করেন ৬০-৬৫ জন কর্মী। ইউনিয়ন ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমের সহযোগিতায় তিনি তার ব্যবসাকে সম্প্রসারণ করেছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট আয়োজিত পণ্য প্রদর্শনী মেলাতে রংপুর থেকে এসে তিনি অংশ নিয়েছেন। তার নিজের হাতে তৈরি নানা ধরনের পণ্য নিয়ে এ মেলায় অংশ নেন তিনি।

সাদেকুন নাহার জানান, তিনি যখন ব্যবসাটা শুরু করেন, তখন পরিবারের কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি। সবাই বলেছে, মেয়েমানুষ ঘরের বাইরে যেতে মানা। সেখানে ব্যবসা করার কোনো দরকার নেই।

তিনি বলেন, তারপর অনেক কষ্টে পরিবারকে বুঝিয়ে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়ে বুটিকসের ব্যবসা শুরু করি। আমি এখন অনেক ধরনের পণ্য তৈরি করতে পারি। তবে কোনোটাই আমি ট্রেনিং নিয়ে শিখিনি। দেখে দেখে বানানো শিখেছি।

এ উদ্যোক্তা জানান, ২০১৭ সালে বিসিকের একটি মেলায় তিনি অংশগ্রহণ করেন। তখনই ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তার পরিচয়। তার বানানো পণ্য দেখে ব্যাংক কর্মকর্তারা বিনিয়োগে আগ্রহী হন।

মেলার স্টলে কথা হয় ইউনিয়ন ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুধী সুলতানার সঙ্গে। তিনি বলেন, এ মেলায় অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের ব্যাংকের যে প্রডাক্টগুলো রয়েছে, সেগুলোর প্রমোশন করা। সেই সঙ্গে আমাদের একজন উদ্যোক্তা থাকে, যার ব্যবসাতে আমরা বিনিয়োগ করেছি, তাকেও প্রমোট করা। আমরা শুরুতে কোনো নারী উদ্যোক্তার ভালো কোনো আইডিয়া থাকলে সেটা আমরা শুনি। তার ব্যবসার আগ্রহের জায়গাটা আমরা বোঝার চেষ্টা করি। তার পরই আমরা বিনিয়োগ করি। আমরা উদ্যোক্তাদের নগদ টাকা দিই না, পণ্য কিনে দিই।

তিনি বলেন, এ মেলার একটা বড় দিক হলো, অনেক নারী উদ্যোক্তাই জানেন না, তারা ব্যাংক থেকে কী ধরনের সুবিধা পেতে পারেন। আমাদের কাছে যারা আসেন, আমরা তাদের সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করি।

এ মেলা হচ্ছে আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। মেলায় ঋণ বিতরণকারী ৫৩টি ব্যাংকের স্টলে ঋণগ্রহীতা নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য প্রদর্শন করছেন।