দেশের অর্থনীতি শক্তিশালী হলেও পুঁজিবাজার ঠনঠন বলে দাবি করেছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার ( ৮ মার্চ ) ঢাকার ইন্টারকন্টিনেনটাল হোটেলে বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে মুস্তফা কামাল বলেন, ‘সরকারের কাজ হবে পুঁজিবাজারকে সমৃদ্ধ করার জন্য এ দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। দেশের সামস্টিক অর্থনীতি যত শক্তিশালী হবে তার রিফ্লেকশন যাবে পুঁজিবাজারে। এটা ডাইরেক্ট লিংক। তারপরও অর্থনীতি অনেক শক্তিশালী কিন্তু পুঁজিবাজার ঠনঠন। সেটাতো হতে পারে না। সুতরাং এর কারনগুলো আপনাদের খুঁজে বের করতে হবে।’
সানবিডি/এসকেএস