সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২টি কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩১ লাখ ৮৩ হাজার ১৯২টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের।
এছাড়া আমান ফিডের ৯ লাখ ৮৭ হাজার টাকার, সিটি জেনারেল ইনস্যুরেন্সের ৪৮ লাখ ৯০ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৫ লাখ ৩৭ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৯ লাখ টাকার, মিরাকেল ইন্ড্রাসটিজের ১৫ লাখ ৪১ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১০ লাখ ৬ হাজার টাকার, সিল্ভা ফার্মার ৫ লাখ ৭৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ১২ লাখ ৯৪ হাজার টাকার এবং ইউনাইটেড ফাইন্যান্সের ৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস