পুঁজিবাজারে আসছে চ্যার্টার্ড ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-১০ ২০:০৬:৩৯
ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে বীমা খাতের চ্যার্টার্ড ইন্স্যুরেন্স। পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে সম্প্রতি কোম্পানিটি ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।
তবে পুঁজিবাজারে কি পরিমাণ শেয়ার ছেড়ে কত টাকা উত্তোলন করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস জানান, কোম্পানিটির পরিশোধিত মূলধন সংক্রান্ত বিষয়ে এখনো আইডিআরএ এবং বিএসইসির নির্দেশনা পাওয়া যায়নি। যে কারণে চ্যার্টার্ড ইন্স্যুরেন্স পুঁজিবাজার থেকে কত টাকা উত্তোলন করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস