বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ, করোনা মোকাবিলায় আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।’
এ নিয়ে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরকার ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনও জায়গায় সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তবে করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন করোনা ভাইরাস সংক্রান্ত নির্দেশনা দিচ্ছে। আমি অনুরোধ করবো সকলকে সেই নির্দেশনাবলি মেনে চলার।’
মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা হানা দেয়া আশঙ্কা বাড়ছে বলেও জানান শেখ হাসিনা।
চীনের সবচেয়ে জনবহুল শহর হুবেই প্রদেশের রাজধানী উহানকে ধরা হচ্ছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার উৎসস্থল। গেল ডিসেম্বরে সর্বপ্রথম উহানে এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। ইতোমধ্যে ভাইরাসটির বিস্তার রোধে উহান শহরটি অচল করে রেখেছে চীন। বিভিন্ন দেশ উহান ও চীনের বিভিন্ন অঞ্চল থেকে ফিরে যাওয়া মানুষদের কোয়ারেনটাইনে রাখছে।
গেল আড়াই মাসে বিশ্বের প্রায় অর্ধেক দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও এ তালিকার বাইরে ছিল বাংলাদেশ। তবে এরইমধ্যে রবিবার (৮ মার্চ) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের কোয়ারেনটাইরে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন ইতালিফেরত। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
উল্লেখ্য, করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৩ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৯৭ জন। চীনের বাইরে নিহত হয়েছে ৫০৩ জন।
এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৯৬ জন। চীনের বাইরে ২৫ হাজার ৪৭১ জন। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত মোট ৬০ হাজার ১৯০ জন সুস্থ হয়েছে।
রবিবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৫ জন এবং মারা গেছে ২৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ৬৯৬ জন এবং মারা গেছে ৩ হাজার ৯৭ জন।
চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ১০৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ১০৪তম দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম।
সানবিডি/এসআই