বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ জিগীষা সাহিত্য সম্মাননা - ২০২০ পাচ্ছেন দেশের ৫ জন সাহিত্যিক। এরা হলেন আনোয়ারা সৈয়দ হক, দিলারা মেসবাহ, মুখলেসুর রহমান মুকুল, প্রণব মজুমদার ও অরুণ কুমার বিশ্বাস।
এ ব্যাপারে সাহিত্য ও সংস্কৃতি গবেষণা সংগঠন জিগীষা এর সভাপতি কবি ইলিয়াস ফারুকী নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্তের কথা উল্লেখ করে জানান, ২০ মার্চ রাজধানী কাঁটাবন সংলগ্ন এলিফ্যান্ট রোডের কবিতা ক্যাফেতে বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেয়া হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেন। বিশিষ্ট প্রাবন্ধিক সরকার আবদুল মান্নান ও শিশু ও রম্য সাহিত্যিক মাহফুজুর রহমান বিশেষ অতিথি আসন অলংকৃত করবেন।
সানবিডি/এনজে