কুমিল্লায় অভিযান চালিয়ে জব্দকৃত ১৪ কোটি ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এ উপলক্ষে রোববার (০৮ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা সদর দফতরের শালবন মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার (এসপি) সৈয়দ মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি বলেন, ভারত সীমান্তবর্তী কুমিল্লার বিভিন্ন এলাকায় গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত জব্দকৃত ১৪ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ১৭৭ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা, হুইস্কি, বিয়ার, মদ, ইয়াবা, যৌন উত্তেজক ও বিভিন্ন অবৈধ ট্যাবলেট এবং ইনজেকশনসহ বিভিন্ন মাদকদ্রব্য।
অনুষ্ঠানে জেলার সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামরিক-বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।