সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, দর কমেছে ৩২৭টির এবং দর পরিবর্তীত রয়েছে ১০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৫ কোটি ১৪ লাখ ৭২ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৬৯৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, দর কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৭ লাখ ৭৬ হাজার টাকা।
সানবিডি/এসকেএস