ফ্রান্সে প্যারিসের এক মসজিদে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। হামলায় একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ৮ টা নাগাদ 'রু ডে তাঙ্গারের' এক মসজিদে হামলা চালায়। এরপর হেলমেট পড়ে স্কুটারে করে পালিয়ে যায়।
জানা যায়, ওই বন্দুকধারী এক ব্যক্তির দুই পায়ে গুলি চালায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ইউকে ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, হামলার সময় ওই মসজিদে ১৫ জন অবস্থান করছিলেন।
সূত্র জানিয়েছে, বন্দুকধারী কয়েক বেশ কয়েকবার গুলি ছুঁড়েছেন। তবে ঠিক কি পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থলে বহু পুলিশের উপস্থিতি দেখা গেছে বলে খবরে বলা হয়েছে। পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে বলে খবরে বলা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস