করোনাভাইরাস আতঙ্কে সোমবার (০৯ মার্চ) লেনদেনের কয়েক মিনিটেই পাকিস্তান স্টক এক্সচেঞ্জের কেএসই-১০০ সূচকটি ২১০৬ পয়েন্ট কমে যায়। এই উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ৪৫ মিনিটের জন্য লেনদেন বন্ধ করে দিয়েছে। সূত্র জিও টিভি।
সূচকটি আগের কার্যদিবস শেষে ৩৮২২০ পয়েন্টে ছিল। যা আজ লেনদেন শুরু হওয়ার পরপর ২১০৬ পয়েন্ট পতনের মাধ্যমে বিপদের দিকে ধাপিত করে। ফলে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
করোনাভাইরাস ভয় এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দায় পাকিস্তান স্টক এক্সচেঞ্জে এই পতন হয়েছে বলে জিও টিভির রিপোর্টে প্রকাশ করা হয়েছে। এছাড়া সৌদি আরব এবং রাশিয়ার মধ্যে অপরিশোধিত তেলের দামের যুদ্ধও পতনের একটি কারন।
পাকিস্তান স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ সকাল ৯টা ৩৭ মিনিটে লেনদেন বন্ধ করে দেয়। যা ৪৫ মিনিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।