
পুঁজিবাজারের সাম্প্রতিক বিষয় নিয়ে ব্যাংকের এমডিদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন কমিটির বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ৩টায় ডিএসইর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সাথে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফেব্রুয়ারির ১০ তারিখ বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন’ এক সার্কুলার জারি করে জানায় পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে ব্যাংকগুলো এ বিষয়সব পুঁজিবাজারের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসূর রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।
সানবিডি/এসকেএস