পদত্যাগ করেছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম ফারুক। গত রোববার ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের কাছে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।
চেয়ারম্যান তার পদত্যাগপত্র গ্রহণ করে ওই দিনই তা পরবর্তী ব্যবস্থার জন্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়েছেন। একই সঙ্গে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।
২০১৭ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য এমডি হিসেবে সাউথ বাংলা ব্যাংকে যোগ দেন গোলাম ফারুক। প্রায় ছয় মাস মেয়াদ থাকতে তিনি পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে তিনি নিজের স্বাস্থ্যগত খারাপ অবস্থার কথা তুলে ধরেছেন। এমডি গত রোববার পদত্যাগ করলেও তা কার্যকর হবে আগামী ৭ এপ্রিলের পর। কেননা, এমডিদের সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের আলোকে কোনো ব্যাংকের প্রধান নির্বাহীর পদত্যাগের অন্তত এক মাস আগে তা জানানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে তিনি এখন এ ব্যাংকে দায়িত্ব পালন করতে চাইছেন না বলে আগামী এক মাস ছুটিতে থাকবেন।
এর আগেও অনেক ব্যাংকের এমডি মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেন। বেশির ভাগ ক্ষেত্রে পরিচালনা পর্ষদের প্রভাবশালীদের সঙ্গে বনিবনা না হওয়ায় তারা সরে দাঁড়ান। অনেক ক্ষেত্রে পদত্যাগের জন্য পর্ষদ থেকে চাপ দেওয়ার ঘটনাও ঘটেছে।