নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কাতার। গতকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। কাতার সরকার রোববার এ-সংক্রান্ত ঘোষণা দেয়।
বাংলাদেশ ছাড়াও অন্য যেসব দেশ থেকে আসা ব্যক্তিদের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সেগুলো হলো চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ড। এক্ষেত্রে যাদের কাতারে অবস্থানের অনুমতি আছে বা যারা পর্যটন ভিসা নিয়েছে কিংবা যারা অন অ্যারাইভাল ভিসার সুবিধা পাচ্ছিল, সবার ক্ষেত্রেই এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। কাতারে আরো তিন ব্যক্তি নভেল করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে কভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫।
এদিকে বাংলাদেশীদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞায় বাতিল হয়েছে বাংলাদেশ থেকে দোহাগামী সব ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহামুখী সব ফ্লাইটই এরই মধ্যে বাতিল ও বন্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন গতকাল জানান, কাতার সরকারের নিষেধাজ্ঞার কারণে গতকাল থেকে কাতারের দোহাগামী ফ্লাইট পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। যারা এরই মধ্যে এ রুটের টিকিট কিনে রেখেছে, তারা চাইলে অর্থ ফেরত নিতে পারবে। অথবা পরবর্তী সময়ে ফ্লাইট চালু হলে আসন প্রাপ্যতার ভিত্তিতে দোহায় যেতে পারবে।
ঢাকা-দোহা রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে আসছিল ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞার কারণে কাতারগামী ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে একটি খালি ফ্লাইট দোহার উদ্দেশে গিয়ে সেখান থেকে ঢাকায় আসা ব্যক্তিদের নিয়ে আসবে।
অন্যদিকে ঢাকা-দোহা রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করছে রিজেন্ট এয়ারওয়েজ। রিজেন্ট এয়ারওয়েজের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী রোববার রাত থেকে ফ্লাইট কাতারে যাচ্ছে না।
এদিকে বিদেশী এয়ারলাইনসগুলোর মধ্যে একমাত্র কাতার এয়ারওয়েজ ঢাকা থেকে দোহায় যাত্রী পরিবহন করছে। তবে এয়ারলাইনসটি বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক ট্রানজিট যাত্রী পরিবহন করায় আপাতত সপ্তাহে দুটি ফ্লাইট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস