মুসলিমদের পবিত্রভূমি সৌদি আরবেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। পবিত্র কাবা শরীফে তাওয়াফ নিষিদ্ধের পর আবার খুলে দেওয়া হয়েছে। এবার ধোয়া হলো মাতাফ (কাবা শরীফে তাওয়াফের স্থান)। মাতাফ ধোয়ার পাশাপাশি দিনে সাতবার করে জীবাণুমুক্ত করা হচ্ছে।
সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের খবরে বলা হয়, কাবা শরীফ ধোয়া ও জীবাণুমুক্ত করতে ৩৩০ জন শ্রমিক কাজ করছেন। এ কাজে ১০টি পরিষ্কারকরণ যন্ত্র ব্যবহৃত হচ্ছে। এশা থেকে ফজর পর্যন্ত তিনবার সুগন্ধি ছড়ানো হচ্ছে।
মাতাফের মেঝে গুরুত্বে সঙ্গে ধোয়া হচ্ছে যাতে করে তাওয়াফকারী ও দর্শণার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়। এশার নামাজের পর প্রথম মাতাফ ধোয়ার কাজ শুরু হয়। ১৪০ জন শ্রমিক এ কাজ করে থাকেন।
পবিত্র কোরআন শরীফ রাখার সেল্ফ, নিরাপত্তা দেয়াল, চলন্ত সিঁড়ি শতভাগ জীবাণুমুক্ত করা হয়েছে বলে দাবি সৌদি কর্তৃপক্ষের। গতকাল সোমবার মধ্যরাতে কার্পেট ও প্লাস্টিকগুলো সরিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে ও সুগন্ধি ছড়ানো হয়েছে।
সপ্তাহে অন্তত দুদিন এমন করে মাতাফ ধোয়া হবে। ফজর নামাজের এক ঘণ্টা পর পরিষ্কারের শেষ প্রচেষ্টা করা হবে। দ্বিতীয় ও তৃতীয় বার ধোয়ার সময় জীবাণুমুক্ত করতে বিশেষ লক্ষ্য রাখা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৩ হাজার ৮০০ এর বেশি মানুষ মারা গেছে। এ প্রাণঘাতী ভাইরাসে বিশ্বের ১ লাখ ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃতদের অধিকাংশই চীনা নাগরিক। চীনের বাইরে ইতালি ও ইরানে এ ভাইরাসটি বেশি প্রাণহানি ঘটিয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস