পুঁজিবাজারের বিশেষ ফান্ড গঠনে তত্ত্বাবধায়ন করছে গভর্নর

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-১০ ১৯:২৫:৪৮


পুঁজিবাজারের তারল্য সঙ্কট সমাধানে বিশেষ ফান্ড গঠনে তত্ত্বাবধায়ন করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে সরকারি চারটি ব্যাংকের সাথে সরাসরি পুঁজিবাজার বিষয়ে কথা বলেছেন গভর্নর।

এসময় তিনি পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে পরামর্শ দিয়েছেন। একই সাথে তিনি বেসরকারি ব্যাংকের বাজারে বিনিয়োগের উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ফান্ড গঠন করেছে। যারা ফান্ড গঠন করেছে তাদেরকে আজকে থেকে বাজারে সক্রিয় হতে বলা হয়েছে। যারা ফান্ড গঠন করে নি তাদের এ সপ্তাহের মদ্যে ফান্ড গঠন করে বাজারে বিনিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফান্ড গঠন করা ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশন্যাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস