আন্তর্জাতিক নারী দিবস ও জেন্ডার সমতার ক্ষেত্রে তৈরি মাইলফলক উপলক্ষে তিন দেশের নারী রাষ্ট্রদূত ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের সহযোগিতায় ‘নারী কী চায়?’ শীর্ষক কনফারেন্স হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের নারীবিষয়ক সহযোগী সংস্থা ইউএন-উইমেনের বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শুকো ইশিকাওয়ার সঞ্চালনায় পরিচালিত প্যানেল ও মুক্ত আলোচনায় বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাংগ ফুতং হামফ্রেস, সুইডিশ রাষ্ট্রদূত সিডসেল ব্ল্যাকেন, নরওয়ে রাষ্ট্রদূত শার্লোটা স্ক্লাইটার, ইউএনএফপিএর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. আসা টর্কেলসন, ঢাকায় নিযুক্ত ইউনেস্কোর হেড অব এডুকেশন ও এডুকেশন প্রোগ্রাম স্পেশালিস্ট সান লেই। বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড। উপস্থিত ছিলেন ইউএন-উইমেনের বাংলাদেশ অফিসের কমিউনিকেশন অ্যানালিস্ট সৈয়দা সামারা মুরতাদা ও ইউএনএফপিএর বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার-কমিউনিকেশন আসমা আকতার।