বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ২০২০-২১ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন ৫ মার্চ বিসিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রাশেদ মাকসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় নবনির্বাচিত পরিচালকদের সম্মতিতে ১০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার সিরামিকস লিমিটেডের পরিচালক ইরফান উদ্দীন। আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা, ডিবিএল সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার এবং মোনালিসা সিরামিকস (বিডি) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ এফসিএমএ। আর ডিরেক্টর নির্বাচিত হয়েছেন মুন্নু বোন চায়না লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম, এক্সসিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম, মীর সিরামিক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক রুসলান নাসির এবং প্রতীক সিরামিকস লিমিটেডের পরিচালক এসএম ফারজানা হাসান।