ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০-এর সমাপনী অনুষ্ঠান বিবিটিএতে ৮ মার্চ অনুষ্ঠিত হয়। এতে আর্থিক অন্তর্ভুক্তি কর্মকাণ্ডের আওতায় এসএমই খাতে অর্থায়নের জন্য মেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সরকারি ব্যাংকসমূহের মধ্যে প্রথম স্থান অর্জন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।