বর্তমান সরকার কৃষক ও শিক্ষকের জন্য অনেক অবদান রেখেছে বিশ্বের তৃতীয় তম দেশ হিসেবে বিবেচিত এই বাংলাদেশ এই বক্তব্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১০ মার্চ মঙ্গলবার পাইলট উচ্চ বিদ্যালয়ের এক বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,ও সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩০১ সংরক্ষিত মহিলা আসন সেলিনা জাহান লিটা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি সইদুল হক , পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার , বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সোহেল রানা প্রধান শিক্ষক পাইলট উচ্চবিদ্যালয় বাবর আলী প্রধান শিক্ষক মীরডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়,মানিক আলী প্রধান শিক্ষক পূর্ব বনগাঁও আবু জাহেদ উচ্চ বিদ্যালয় । উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন মোসাররফ হোসেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক । অনুষ্ঠানটি প্রায় ৪৫০ জন শিক্ষক নিয়ে আয়োজন করা হয় ।