সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪১৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৬০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৩টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা।
এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ৩৫ লাখ ৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৭১ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকা।
অপরদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬৮৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার টাকা।
সানবিডি/এসকেএস