ওয়ালটনের শেয়ার কিনতে দুই ক্যাপিটালের সর্বোচ্চ ও সর্ব নিম্ম দর প্রস্তাব

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১১ ০৮:০৫:৩৯


পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বিডিংয়ে সর্বোচ্চ দর হাকিয়েছে পুঁজিবাজারের নিস্ক্রিয় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ক্যাপিটাল। আর সর্ব নিম্ম দর প্রস্তাব করেছে সিটি ব্যাংক ক্যাপিটাল। ইসলামী ব্যাংক ক্যাপিটাল ৭৬৫ টাকা দরে মাত্র ১০০টি শেয়ার কেনার প্রস্তাব করেছে। অন্যদিকে ৩১৫ টাকা দরে ৩১ হাজার ৭০০টি শেয়ার কেনার প্রস্তাব করেছে।

সূত্র মত,সব চেয়ে বেশি বিট করেছে ৬২৫ টাকা দরে। এই দরে শেয়ার কেনার জন্য প্রস্তাব করেছে ৭টি প্রতিষ্ঠান। এক লাখ ১১ হাজার ৩০০টি শেয়ার কেনার প্রস্তাব করেছে এই প্রতিষ্ঠানগুলো।

সূত্র মতে, দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাবকারী প্রতিষ্ঠান হলো অ্যাগ্রো গার্ডেন এমপ্লেয়ীজ প্রভিডেন্ট ফান্ড। এই ফান্ডে ৬৮৪ টাকা করে ১৪ হাজার ৬০০টি শেয়ার কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। যার মূল্য ৯৯ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা। তৃতীয় দর সর্বোচ্চ দর প্রস্তাবকারী ইউনাইটেড সিকিউরিটিজ। এই প্রতিষ্ঠান থেকে ৬৪১ টাকা করে ১৪ হাজার ৬০০টি শেয়ার কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ