পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় নিজেদের কারখানা প্রাঙ্গণে নতুন একটি ইউনিট স্থাপন করবে। কোম্পানিটির ৫২১তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্র মতে, ইউনিটটিতে ইস্পাতের কাঠামো তৈরি করা হবে ও ফ্যাব্রিকেশনের কাজ করা হবে। পণ্য বৈচিত্র্যকরণের অংশ হিসেবে নতুন ইউনিটটি স্থাপন করা হবে।
ইউনিটটি স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার টাকা। কোম্পানিটি তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করছে। প্রথম দফায় প্রকল্পটিতে প্রায় ৬৩ লাখ ৬৫ হাজার টাকা বিনিয়োগ করা হবে। ইউনিটটিতে পূর্ণোদ্যমে উৎপাদন শুরু হলে প্রতি বছর এক হাজার টন ফ্যাব্রিকেশনের কাজ সম্পন্ন করা যাবে। এতে বছরে কোম্পানিটির মুনাফা সক্ষমতা বাড়বে প্রায় ৫০ লাখ টাকা। প্রসঙ্গত, বেজা, ইপিজেড, পিডিবি, আরইবি, পিজিসিবি, বিভিন্ন সরকারি প্রকল্প ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাব্রিকেশন ও গ্যালভানাইজিংয়ের চাহিদা রয়েছে।
২০১৭ হিসাব বছর থেকে টানা লোকসানের মধ্যে থাকা ন্যাশনাল টিউবস লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এসে লাভের মুখ দেখেছে। এ ধারা অব্যাহত রয়েছে দ্বিতীয় প্রান্তিকেও (অক্টোবর-ডিসেম্বর)। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৪ পয়সা। প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ইপিএস হয়েছে ২৪ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৪০ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে ন্যাশনাল টিউবসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। আলোচ্য সময়ের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।