ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গত ৯ মার্চ মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি ছিলেন। ইউল্যাব আয়োজিত বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচএম জহিরুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে মহিবুল হাসান চৌধুরী বঙ্গবন্ধুর দেশ গড়ার স্বপ্ন প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধু দেশকে নিয়ে ৩২ বছর বয়সে চিন্তা করেন এবং ৩৪ বছর বয়সে তা নিয়ে লেখেন। তরুণদের তার লেখা পড়ার আহ্বান জানাই।
অনুষ্ঠানে অধ্যাপক মো. আব্দুল মোতালিব তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কথা তুলে ধরেন। সবশেষে ইউল্যাব উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভার পর শিক্ষা উপমন্ত্রী ইউল্যাব লাইব্রেরি আয়োজিত বঙ্গবন্ধুর ওপর চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রছাত্রী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।