ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ারই মানবসম্পদ উন্নয়ন ও সমতা প্রতিষ্ঠায় দান করার ঘোষণা দিলেন। এরপর নিজেই হিসেবটাও দিয়ে দিলেন- জানালেন বর্তমানে বাজার মূল্যে এটি ৪৫ বিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় যদি পরিবর্তন করা হয় তাহলে হবে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা। এতো বিপুল পরিমান অর্থ দানের ঘোষণা তিনি দিলেন নিজের কন্যা সন্তানের জন্ম উপলক্ষে। নিজেদেও দাতব্য সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।
জাকারবার্গ তার স্ট্যাটাসে বলছেন, এই অর্থ এ ধরণের কার্যক্রমে নিতান্তই নগন্য। তবুও আমরা আমাদের সাধ্যমতোই আমরা করছি।
গত সপ্তাহে কন্যা সন্তানরে জন্ম দেন জাকারর্বাগ-প্রিসিলা চ্যান দম্পতি। তবে মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এই সুসংবাদ দেন জাকারর্বাগ। জাকারর্বাগ-প্রিসিলা চ্যান দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন ম্যাক্স।
জাকারবার্গের স্ট্যাটাসটি এখানে হুবহু তুলে ধরা হলো-
Priscilla and I are so happy to welcome our daughter Max into this world! For her birth, we wrote a letter to her about the world we hope she grows up in.
It's a world where our generation can advance human potential and promote equality -- by curing disease, personalizing learning, harnessing clean energy, connecting people, building strong communities, reducing poverty, providing equal rights and spreading understanding across nations.
We are committed to doing our small part to help create this world for all children. We will give 99% of our Facebook shares -- currently about $45 billion -- during our lives to join many others in improving this world for the next generation.
Thank you to everyone in this community for all your love and support during the pregnancy. You've given us hope that together we can build this world for Max and all children.