আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি দেশব্যাপী আঞ্চলিক পর্যায়ে বিশেষ ‘তারা কাস্টমার অ্যাঙ্গেইজমেন্ট’ কার্যক্রমের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম রেজা ফরহাদ হোসেন। তিনি বলেন, আমরা ‘তারা’র মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহযোগিতা করছি। আমি আনন্দিত যে আমরা ‘তারা’র গ্রাহকদের কাছে আন্তর্জাতিক নারী দিবসের মূল বার্তা পৌঁছে দিতে পেরেছি। দেশব্যাপী ব্যাংকের সাতটি অঞ্চলের মোট ২০টি শাখা অফিসের গ্রাহকদের নিয়ে এ আয়োজন করা হয়।