চাকরি থেকে বরখাস্ত হওয়ার প্রধান লক্ষণ

প্রকাশ: ২০১৫-০৯-২৯ ১৫:৫১:৪৫


about to be fired_85071প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আমাদের চাকরি সংকটে ভুগতে হয় প্রায়ই। চাকরি থেকে বরখাস্ত হওয়ার বিষয়টি তো আছেই। এটি মেনে নেয়া এতো সহজ নয়। আরও দুঃখজনক ব্যাপার হল, বরখাস্ত হওয়ার আগে অনেকে বুঝতেই পারে না কি ঘটতে যাচ্ছে।

পেশা বিশেষজ্ঞদের মতে, চাকরি থেকে বরখাস্ত হওয়ার বেশ কয়েকটি পূর্ব লক্ষণ আছে।

বিশেষজ্ঞ লিন টেলর বলেন, চাকরি থেকে ছিটকে পড়ার একটি প্রধান সংকেত হল, আচরণ কিংবা কর্মক্ষেত্রে অদক্ষতার জন্য প্রাথমিকভাবে বস আপনাকে ঝারি দেবে।

কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় তুলে ধরার মাধ্যমে আপনাকে মৌখিকভাবে তিরষ্কার করবে। এ সময় বাতাসেও আপনি বিপদের গন্ধ পাবেন। সেই সঙ্গে থাকবে অন্যান্য উপসর্গও।

তারপর আপনার কাজের জন্য লিখিতভাবে নানা নেতিবাচক মন্তব্য করা হবে। কর্মক্ষেত্রে ক্রমান্বয়ে অযোগ্যতা প্রমাণিত হতে থাকলে সব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বুঝে নিতে হবে, আপনার চাকরি ঝুঁকির মুখে।

যদি আপনার করণীয় কিছুই না থাকে, তবে দেরি না করে অন্য কোথাও চাকরি খোঁজা শুরু করুন।

সানবিডি/ঢাকা/রাআ