রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার
প্রকাশিত - ডিসেম্বর ২, ২০১৫ ১০:০৭ এএম
যশোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত নামপরিচয় এক ডাকাত (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর ডিবি পুলিশের ওসি আলী আহমেদ হাশমী জানান, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত যশোর-ঝিনাইদহ মহাসড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ এ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বড় দা, গাছ কাটার করাত উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবি ওসি।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের এসআই তোফায়েল আহমেদ, কনস্টেবল সিরাজুল ইসলাম ও রাসেল আহত হয়েছেন। তাদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য উল্লেখ করলেও পুলিশ তার নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.