রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
সাভারে পোশাক কারখানায় আগুন
প্রকাশিত - ডিসেম্বর ২, ২০১৫ ১০:১৬ এএম
সাভারের হেমায়েতপুরে সিঙ্গাইর রোডে ডেকো এক্সেসোরিজ নামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার প্রায় আড়াইঘণ্টা চেষ্টার পর সাভার ও ঢাকার ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল ৬টায় ৫ তলা ভবনের তিন তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ওই ফ্লোরে নাইট শিফ্টের ৪০ জন শ্রমিক কাজ করছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ৪০ জন শ্রমিক নিরাপদে নেমে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সাভার ফায়ার সার্ভিস সূত্র জানায়, তিন তলায় রাখা গার্মেন্ট পণ্যে আগুন লাগলে তা ভয়াবহ রুপ ধারন করে। এ সময় সাভার ও ঢাকার ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে।
আগুনের স্থান তিন তলায় হওয়া তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে হিমসমি খেতে হয়। সাভার মডেল থানা পুলিশ নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রেখেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এদিকে খবর পেয়ে কারখানার মালিক কিরন আহমেদ ও অন্যন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.