রাজধানীর অভিজাত এলাকার পাঁচ তারকা হোটেল ‘রেনেসাঁ ঢাকা গুশলান হোটেলে’ সম্প্রতি জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক হোটেল ব্যবস্থাপনায় অভিজ্ঞ আজীম শাহ। গত ৭ মার্চ থেকে নতুনকর্ম স্থলের প্রধান জিএম হিসেবে যোগ দেন তিনি। জনাব শাহ বাংলাদেশেই তার হোটেল ব্যবস্থাপনা ক্যারিয়ার শুরু করেন। দেশ-বিদেশে খ্যাতনামা হোটেলের জিএম হিসেবে দায়িত্ব পালনকারী আজিম শাহ সর্বশেষ অস্ট্রেলিয়ার আইটিটি শেরাটন ও চয়েস হোটেলে কাজ করেন। এছাড়া ঢাকার ওয়েস্টিন, ভারত, ইন্দোনেশিয়ার শীর্ষ হোটেল, রাশিয়ার গোল্ড লায়ন ক্যাসিনো হোটেল ও ম্যারিয়ট হোটেল, সৌদি আরবের জাবের ওমর হোটেল ও মেট্রো হোটেল, বেস্ট ফোর স্টার হোটেল ও আলী হোটেলে বেশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। কর্মজীবনে এ সব হোটেলে পেশাগত দক্ষতা ও নৈপুণ্যের স্বাক্ষর রাখায় তাকে ওয়ার্ল্ড লাক্সারি এ্যাওয়ার্ড দেয়া হয় একাধিকবার। তিনি অস্ট্রেলিয়ার ডব্লিউএ এ্যাটর্নি জেনারেল মনোনীত পিস ইন অস্ট্রেলিয়ার জাস্টিস।