বুধবার খুলনায় মাসব্যাপী ১৯তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন করা হয়েছে। এ বছর মেলা অনুষ্ঠিত হচ্ছে নগরীর সোনাডাঙ্গা এলাকায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে এ বাণিজ্য মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। খুলনা চেম্বার অব কমার্স আয়োজিত বাণিজ্য মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে মেসার্স চামেলী ট্রেডার্স।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমনিুল হক। এ সময় ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, চামেলী ট্রেডার্সের প্রধান নির্বাহী মিয়া মোঃ রাসেল, চেম্বারের পরিচালকবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। ফুলের ফিতা কেটে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এই বাণিজ্যমেলার উদ্বোধন করেন।
মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত চামেলী ট্রেডার্সের পক্ষ থেকে জানান হয়, খুলনায় আয়োজিত এবারের বাণিজ্যমেলায় দেশী ও বিদেশী বিভিন্ন পণ্যের স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। আরএফএল, ইতালিওনো, ভিশন, প্রাণ, সেভয় (সেনা কল্যাণের আইসক্রিম), ম্যাগি নুডুলস, পাকিস্তানী প্যাভিলিয়ন, কাশ্মীরী আচারসহ অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে স্টল উন্মুক্ত করেছে। মেলার স্টল বরাদ্দসহ প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে।