এসডিজি-১৬ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেসিআই ঢাকা ইউনাইটেড এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে আগামী প্রজন্ম “প্রতিরোধ ও প্রতিকার” প্রকল্প শুরু হয়েছে। রাজধানীর কড়াইলের একটি বিদ্যালয়ে এ প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য শবনম জাহান এবং জিসআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট তাসনীম হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে ১৯ ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মফিজুর রহমান ও মোহাম্মদ নাসির, মহিলা লীগের সহ-সভাপতি তাসলিমা চৌধুরী, মহিলা লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়াম বিনতে হোসাইন খেয়া। অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের অন্য কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের লক্ষ্য ব্যক্তিগত সুরক্ষা সম্পর্কে স্কুলের ৫-১৪ বছর বয়সী শিশুদের সচেতন করা। ব্র্যাক লার্নিং ডিভিশন এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের স্থানীয় প্রেসিডেন্ট তাসনীম হক এবং ব্র্যাক হিউম্যান রিসোর্স অ্যান্ড লার্নিং অ্যান্ড লার্নিং ডিভিশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর মাসুদ মুশফিক জামান চুক্তিবদ্ধ হয়ে দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।