বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণ ও বেসরকারি খাতের ভূমিকা বিষয়ক এক প্রতিবেদন গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) গুলশান অফিসে প্রকাশ করা হয়। ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি ও এমসিসিআই যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইএফসি এবং এমসিসিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।