অধিকাংশ ইরাকি বিশ্বাস করে পুরো ইরাকে দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য মার্কিন সৈন্যরা আইএস (ইসলামিক স্টেটস) জঙ্গিদের সঙ্গে এক ধরণের যুদ্ধ যুদ্ধ খেলছে। বিভিন্ন ভিডিওতে জঙ্গিদের ওপর বোমা ফেলার দৃশ্য প্রচার করা হলেও সেগুলো সাজানো বলেই মনে করেন তারা। এমনই একজন ইরাকি যোদ্ধা মোস্তফা সাদী জানান, তার বন্ধু দেখেছে- মার্কিন হেলিকপ্টার থেকে আইএস জঙ্গিদের উপর বোমা নয়, ফেলা হচ্ছে খাবারের পানির বোতল। প্রতিবেদনটি আজ ওয়াশিংটন পোস্টে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ সাধারণ জনগণ বিশ্বাস করে ইরাকে মার্কিন সৈন্যরা আইএস জঙ্গিদের অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে। ইরাক তথা গোটা মধ্যপ্রাচ্যের উপর দখলদারিত্ব বিশেষ করে তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই এটি করছে যুক্তরাষ্ট্র।
মোস্তফা সাদী, গতমাসে যার নেতৃত্বে শিয়া যোদ্ধারা ইরাকের বাইজির কাছে একটি তেল পরিশোধন অঞ্চল থেকে আইএস জঙ্গিদেও বিতাড়ন করেছিল। তিনি বলেন, ইরাকে আইএস প্রায় পরাস্ত হয়ে গেছে। তারা এখন দুর্বল। যুক্তরাষ্ট্র যদি তাদের সমর্থন দেয়া বন্ধ করে দেয় তাহলে কয়েক দিনের মধ্যেই তাদের পরাজয় হবে।
তবে মার্কিন সামরিক অফিসাররা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। মার্কিন সেনাবাহিনীর বাগদাদ ভিত্তিক মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, এটি একটি হাস্যকর অভিযোগ। পশ্চিমা কেউ এই অভিযোগ বিশ্বাস করবে না। তবে দুর্ভাগ্যবশত ইরাকী জনগণের একটি ক্ষুদ্র অংশ এটি বিশ্বাস করে। (সংক্ষেপিত অনুবাদ)