করোনা ঠেকাতে কর্মীদের বাসায় বসে কাজের নির্দেশ টুইটারের
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:৩৭:১৯

ভয়াবহ কোভিড-১৯ রোগের সংক্রমণ ঠেকাতে সব কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ দিয়েছে টুইটার।গত সপ্তাহেই কর্মীদেরকে অফিসে এসে কাজ করতে নিরুৎসাহিত করেছে। কিন্তু বৃহস্পতিবার এক ঘোষণায়, বাধ্যতামূলকভাবে সারা বিশ্বের সব কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে মাইক্রো ব্লগিং সাইটটি।
বাসা থেকে কাজ করলে কাজের গতি কমে যেতে পারে। সেক্ষেত্রে চুক্তি ভিত্তিক কাজে নিয়োজিত কর্মীদেরকে নির্ধারিত বেতন থেকে বঞ্চিত করবে না টুইটার। এছাড়াও, বাসায় অফিসের মতো যাদের সেটআপ দরকার, তাদের জন্যও অর্থ বরাদ্দ করবে কোম্পানিটি। এমনকি তারা ডেকেয়ারের জন্য অতিরিক্ত খরচও বহন করবে।প্রযুক্তি কোম্পানি অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলও অঞ্চল বিশেষে একই রকম নিয়ম জারি করেছে। তবে টুইটারের নির্দেশনাটি সারা বিশ্বের ৪ হাজার ৯০০ কর্মীর জন্য প্রযোজ্য।বুধবার করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ২৫৮ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৮ জনের।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













