মারণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে মারা যান ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি। তিনি সিলেটের অধিবাসী।
ওই ব্যক্তির মরদেহ রয়েল লন্ডন হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে কিভাবে কখন হস্তান্তর করা হবে এবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১২জন। এরমধ্যে দুজন বাংলাদেশি। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী আরেক বাংলাদেশি।
সানবিডি/এনজে