আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক বাজেট আলোচনা। আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপলক্ষে প্রাক বাজেট এই আলোচনা চলবে এপ্রিল পর্যন্ত। বরাবরের মতো বিভিন্ন স্টেকহোল্ডাদের (অংশীজন) সঙ্গে এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে স্টেকহোল্ডারদের সঙ্গে এই আলোচনা চলবে।
সূত্র জানায়, প্রাক বাজেট আলোচনার প্রথম দিন আগামী ১৯ মার্চ বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় দিয়ে আলোচনা শুরু হবে। প্রথম সভাটি ১৯ এপ্রিল সকাল সাড়ে দশটায় এনবিআরর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এছাড়াও একইদিন বেলা সাড়ে ১১টায় গাড়ি আমদানিকরক বারভিটার সঙ্গে মতবিনিময় করবে এনবিআর। প্রাক বাজেট সব আলোচনা সভায় সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
এদিকে এনবিআর সূত্র জানিয়েছে, আগামী ২০২০-২১ অর্থবছরের প্রাক বাজেট আলোচনার জন্য অংশীজনদের কাছে আগামী ২২ মার্চের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়েছে এনবিআর।