দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে যাচ্ছে। এরই মধ্যে প্রায় ৩৬শ’ ইউনিয়ন ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পৃথক দুই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন সেন্টারগুলোতে এ সংযোগ পৌঁছেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ইউনিয়ন সেন্টারসহ কিছু সরকারী অফিসে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের এই সেবা ব্যবহৃত হচ্ছে। আর গ্রাহক পর্যায়ে বা ঘরে ঘরে এই ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান এখনও পরিকল্পনা তৈরি করছে। আর ইউনিয়ন সেন্টারের ব্রডব্যান্ড ইন্টারনেটকে সাধারণ গ্রাহক পর্যায়ে দ্রুত পৌঁছে দেয়ার তাগিদ দিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো সরকার তৃতীয় পর্যায় বা ইনফো সরকার-৩) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির আওতায় ২৬০০ ইউনিয়নকে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এছাড়াও বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ে ১০০০ অফিসে ডাটা কানেক্টিভিটি ও ১৬০০ অফিসে ভিপিএন/এমপিএলএস সেবা দেয়াও এই প্রকল্পের লক্ষ্য। প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত।
ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় এরই মধ্যে দেশের প্রায় ৮০ ভাগ ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে পৌঁছে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, ২৬০০ ইউনিয়নের মধ্যে ২৩৫৭টি ইউনিয়নে নেটওয়ার্ক মনিটর ইন্টিগ্রেটেড করা হয়েছে। প্রকল্পের এ অংশে অগ্রগতি ৯০ শতাংশ। অন্যদিকে ২৪৭৭ ইউনিয়নে যন্ত্রপাতি, ইক্যুইপমেন্ট ইনস্টল করা হয়েছে, যেখানে অগ্রগতি ৯৫ শতাংশ। এক হাজার পুলিশ স্টেশনে ভিপিএন কানেশন দেয়াও এই প্রকল্পের লক্ষ্য। এর মধ্যে ৯৬৫ পুলিশ অফিসকে এই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে। বাকি ইউনিয়ন সেন্টারগুলোতে সংযোগ দেয়া ও গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ দেয়ার লক্ষ্যে বর্তমানে কাজ চলছে।
ইনফো সরকার-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, ‘প্রকল্পের লক্ষ্য অনুযায়ী প্রায় ২৪শ’ ইউনিয়নে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিয়েছি। বাকি দুই শ’ ইউনিয়নের মধ্যে দেড় শ’ ইউনিয়নে যন্ত্রপাতি এরই মধ্যে পৌঁছে গেছে। প্রকল্পটি শেষের পথে। ডিপিপির ৯০ শতাংশ কাজ হয়ে গেছে। আমাদের টার্গেট শতভাগ কাজ শেষ করা। আশা করছি জুনে কাজ শেষ হবে।’