জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করার জন্য ইরাকে কোনো বিদেশি সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির সরকার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টোন কার্টার যুক্তরাষ্ট্র ইরাকে ‘বিশেষ’ সেনা মোতায়েন করার ঘোষণা দেয়ার পর এ কথা জানাল বাগদাদ।
মঙ্গলবার এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন,‘আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের দেশের মাটিতে কোনো বিদেশি সেনার প্রয়োজন নেই।’ তিনি আরো বলেছেন,‘সরকার কোনো রকম অনুমতি ছাড়া ইরাকের কোনো এলাকায় কোনো বিদেশিদের সামরিক অভিযান চালান এবং বিদেশি সেনা বা ‘বিশেষ’ সেনা মোতায়েনের অনুমতি দেবে না।’
এর আগে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টোন কার্টার বলেছিলেন, ইরাক সরকারের সঙ্গে পূর্ন সমন্বয় করেই তারা দেশটিতে বিশেষ বাহিনী মোতায়েন করবে। ওই বিশেষ বাহিনী আইএসের বিরুদ্ধে অধিকতর চাপ প্রয়োগ করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। ওই বিশেষ বাহিনী ইরাকে বহুমুখী দায়িত্ব পালন করবে। তারা গোয়েন্দাদের তথ্য দেয়া, বিমান হামলায় দক্ষতা বৃদ্ধি এবং সর্বোপরি আইএসের অধিকৃত ভূমি দখলমুক্ত করায় স্থানীয় বাহিনীকে সহায়তা করবে। তবে যুক্তরাষ্ট্র ইরাকে কতজন সেনা পাঠাবে তিনি তার সংখ্যা উল্লেখ করেননি।