পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে এই আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারে বিনিয়োগ করছে না ব্যাংকগুলো। পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ো আয়োজিত সংবাদ এসব জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান।
রকিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজারের স্বার্থে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। এরইআলোকে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকা করে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গঠনের সুযোগ দিয়েছে। যা নিজস্ব অর্থায়ন বা বাংলাদেশ ব্যাংক থেকে সহজ ঋণের মাধ্যমে করা যাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক গত ১০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত সার্কুলার জারি করলেও ব্যাংকগুলোর এখনো তেমন সাড়া নেই।
তহবিল গঠনে ব্যাংকের সমস্যার বিষয়ে রকিবুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করার পর এক মাস কেটে গেছে। এতোদিন কেন তারা এ সমস্যার কথা বলেনি? ব্যাংকের মালিক ও এমডিদের দুটি পৃথক সংগঠন আছে। তারা কেন এতোদিন সমস্যার কথা জানতে চায়নি? প্রধানমন্ত্রী শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ না মানার দুঃসাহস তারা কোথা থেকে পেল?
এ সময় পরিচালকদের নিজ নিজ ব্যাংকের শেয়ার কেনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো একের পর এক বোনাস শেয়ার দিয়ে পরিশোধিত মূলধন ও শেয়ার বাড়িয়েছে। সেই শেয়ার তারা বাজারে উচ্চ মূল্যে বিক্রি করেছেন। এখন ব্যাংকের শেয়ার দাম অনেক কমে গেছে। এই পরিচালকদের কি ব্যাংকের প্রতি, বিনিয়োগকারীদের প্রতি কোন মায়া লাগে না?
তিনি বলেন, একজন পরিচালক যদি ৫০টি করেও শেয়ার কেনার ঘোষণা দেন, বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন। শেয়ারবাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে। ব্যাংকের পরিচালকদের প্রতি অনুরোধ আল্লাহ ওয়াস্তে আপনারা এখন কম দামে শেয়ার কেনেন।
ডিএসইর এই পরিচালক বলেন, ব্যাংক ব্যবস্থায় সুশান প্রতিষ্ঠা করতে না পারলে, দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাংক পরিচালনা করতে না পারলে এবং ব্যাংক ব্যবস্থায় জনগনের আস্থা ফিরিয়ে আনতে না পারলে, তা শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। কাজেই যারা নামে, বে-নামে খেলাপি হয়েছেন, তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। এই টাকা আমানতকারীদের, এটা তাদের টাকা না।
এদিকে গত ১০ মার্চ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে ডিএসই। ওই বৈঠকে ব্যাংকের এমডিদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইসলামী ব্যাংকগুলো তহবিল গঠনের ক্ষেত্রে আইনি সমস্যায় পড়েছে।