বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ১৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মো. রিয়াদ মতিন, ট্রেজারার আবু বকর। এছাড়া অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও জেনারেল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।