পুঁজিবাজারের তালিকাভুক্ত ডেল্টা ব্রাক হাউজিং (ডিবিএইচ), ইউনাইটেড ইন্সুরেন্স ও ইয়াকিন পলিমার লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী ডেল্টা ব্রাক হাউজিংয়ের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে।
সিপিএ (ক্লেইম পেয়িং অ্যাবিলিটি) রেটিং অনুসারে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ+’। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী ইয়াকিন পলিমারটির রেটিং হয়েছে ‘বিবিবি৩’। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণ ও গুণগতগত তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
সানবিডি/এসকেএস