ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক পতন দিয়ে যাত্রা শুরু হয়েছ। লেনদেনের মাত্র ১১ মিনিটেই ডিএসইতে ডিএসইএক্স মূল্যসূচকটি কমেছে ২০৯ পয়েন্ট বা ৫.০৬ শতাংশ।
ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ লেনদেনের শুরুর প্রথম মিনিট থেকেই ডিএসইতে সূচক কমেছে। লেনদেন শুরুর ১১ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৪১ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০৯ পয়েন্ট কমেছে। এর মাধ্যমে সূচকটি ৪ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।
এগার মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৮ লাখ টাকার। আর এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪টির, কমেছে ২৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫টির।
সানবিডি/এসকেএস